দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

8 hours ago 4

ইরানের রাজধানী তেহরানের বাতাসের দূষণ (রেড) বা অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত বছরই বায়ুদূষণের কারণে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১৬১ জনের মৃত্যু। সোমবার (১০ নভেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

তেহরানে বায়ুদূষণ তিন দশকেরও বেশি সময় ধরে বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং শিল্পকারখানার ঘনত্ব দূষণ বাড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এখন তেহরানে পুরোপুরি পরিষ্কার বাতাসের দিন হাতেগোনা কয়েকটি মাত্র।

তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বলেছেন, শহরের বায়ু মানোন্নয়নে আশাবাদী হওয়ার কারণ নেই। 

তিনি জানান, আমি বিশ্বাস করি না এই শহরের বাতাস আর পরিষ্কার হবে। তবে আমরা হাল ছাড়ছি না।

চামরান আরও জানান, দূষণ কমাতে এবং গণপরিবহন উন্নয়নে নগর বাজেটের অর্ধেকেরও বেশি অংশ বরাদ্দ করা হয়েছে। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, সব সরকারি সংস্থাকেই একসঙ্গে কাজ করতে হবে।

Read Entire Article