দূষণের আতঙ্কে হোটেলে লাখ টাকার পিউরিফায়ার বসালেন ভারত অধিনায়ক
ইন্দোরে ভয়াবহ পানি দূষণের ঘটনায় ২৩ জনের মৃত্যুর পর শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তা আতঙ্ক—আর সেই আতঙ্কের ছায়া পড়েছে ক্রিকেটেও। এমন পরিস্থিতির মধ্যেই সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে বাড়তি সতর্কতা হিসেবে নিজের হোটেল রুমে প্রায় ৩ লাখ রুপি মূল্যের বিশেষ জল পরিশোধক মেশিন বসিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।
ভারত–নিউজিল্যান্ড সিরিজ ১–১ সমতায় থাকায় বৃহস্পতিবার ইন্দোরের তৃতীয় ওয়ানডে এখন কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও চরম সতর্ক বিসিসিআই। পাঁচ তারকা হোটেলে অবস্থান করলেও গিল ব্যক্তিগত উদ্যোগে এমন একটি উন্নতমানের পিউরিফায়ার এনেছেন, যা বোতলজাত ও আরও (RO) পরিশোধিত পানিকেও আবার নতুন করে বিশুদ্ধ করতে সক্ষম। মেশিনটি সরাসরি গিলের রুমেই স্থাপন করা হয়েছে বলে হোটেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
দলীয় মিডিয়া ম্যানেজার অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এটি ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নাকি ইন্দোরের সাম্প্রতিক সংকটের কারণে নেওয়া পদক্ষেপ—সে বিষয়ে বোর্ড কিছু বলবে না। তবে জানা গেছে, হোটেল ও স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা থা
ইন্দোরে ভয়াবহ পানি দূষণের ঘটনায় ২৩ জনের মৃত্যুর পর শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তা আতঙ্ক—আর সেই আতঙ্কের ছায়া পড়েছে ক্রিকেটেও। এমন পরিস্থিতির মধ্যেই সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে বাড়তি সতর্কতা হিসেবে নিজের হোটেল রুমে প্রায় ৩ লাখ রুপি মূল্যের বিশেষ জল পরিশোধক মেশিন বসিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।
ভারত–নিউজিল্যান্ড সিরিজ ১–১ সমতায় থাকায় বৃহস্পতিবার ইন্দোরের তৃতীয় ওয়ানডে এখন কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও চরম সতর্ক বিসিসিআই। পাঁচ তারকা হোটেলে অবস্থান করলেও গিল ব্যক্তিগত উদ্যোগে এমন একটি উন্নতমানের পিউরিফায়ার এনেছেন, যা বোতলজাত ও আরও (RO) পরিশোধিত পানিকেও আবার নতুন করে বিশুদ্ধ করতে সক্ষম। মেশিনটি সরাসরি গিলের রুমেই স্থাপন করা হয়েছে বলে হোটেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
দলীয় মিডিয়া ম্যানেজার অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এটি ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নাকি ইন্দোরের সাম্প্রতিক সংকটের কারণে নেওয়া পদক্ষেপ—সে বিষয়ে বোর্ড কিছু বলবে না। তবে জানা গেছে, হোটেল ও স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা থাকলেও ভারতীয় দল অতিরিক্ত সতর্কতার পথ বেছে নিয়েছে।
ইন্দোরের ভগীরথপুরা এলাকায় দূষিত পানি পানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ছয়জন আইসিইউতে চিকিৎসাধীন; তিনজন এখনও ভেন্টিলেটরে। এই সংকটের মধ্যেই ম্যাচ আয়োজন নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।