দেবদাস সিনেমায় কত ফুটের শাড়ি পরে দৌড়েছিলেন ঐশ্বরিয়া

3 months ago 10

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের সবচেয়ে চর্চিত উপন্যাস ‘দেবদাস’। এই উপন্যাসটি পড়েননি বা এটার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জীবনের শেষ বেলায় ভালোবাসার মানুষ পারুকে একনজর দেখতে দেবদাসের যে পরিণতি হয়েছিল সে কাহিনীটি দশকের পর দশক এখনো চর্চিত হয় মানুষের মাঝে।

শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বহু চর্চিত এই গল্প নিয়ে বাংলার পরিচালকদের মতোই ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী। ছবির শেষ দৃশ্যে ধুতি-পাঞ্জাবিতে অসুস্থ শাহরুখ প্রায় লুটিয়ে পড়েন পারুর শ্বশুরবাড়ির দরজার সামনে। খবর পেয়ে ছুটতে শুরু করেন পারু। ছবির যে দৃশ্যে পারু চরিত্রে ঐশ্বরিয়া রায় হাজারও বাধা পেরিয়ে  লাল পাড় সাদা শাড়িতে তার দেবদাসের জন্য ছুটে আসছিলেন, সেটা ছিল এ ছবির অন্যতম জনপ্রিয় দৃশ্য। তবে জানেন ঠিক কতটা লম্বা ছিল এই শাড়ির আঁচল?

জানা যায়, এই শাড়িটি তৈরি করেছিলেন বলিউডের নামী কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা। 

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে নীতা বলেন, শুটিংয়ের আগের দিন রাতে পরিচালক সঞ্জয় লীলা বানশালী মত বদল করেন। সেই কারণে তখন এই কস্টিউম তৈরি করতে হয় রাতারাতি। যে শাড়ি তৈরি হয়, সেটা ১৩ ফুট লম্বা ছিল। ১৩ ফুটের লম্বা শাড়ি পরে শট দেওয়ার কাজটাও সহজ ছিল না।

তিনি আরও বলেন, তবে শেষ মুহূর্তে সব কিছুর আয়োজন করা হলেও, পুরো টিমের কাজ যে আসাধারণ ছিল, তা নিয়ে সংশয় নেই। ঐশ্বরিয়া অভিনীত এই দৃশ্যটি ২০২৫-এও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাই সেই দৃশ্যের কস্টিউম নিয়ে আজও আলোচনা হয় সিনেপ্রেমীদের মাঝে।

২০০২ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেবদাস’। এ ছবিতে ঐশ্বরিয়া রায়ের পাশাপাশি অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফসহ আরও অনেকে। 

Read Entire Article