দেবীগঞ্জে সহিংসতার মামলায় আ.লীগ নেতা শাহজাহান গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা শাহজাহান নেওয়াজ মাখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টায় পৌর সদরের খুটামারা অভিরাম পাড়ার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাহজাহান নেওয়াজ মাখন রামগঞ্জ বিলাসী নগর পাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের মামলায় তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল দিতে দেরি হওয়ায় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।