দেরিতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশের আফসোসের ড্র

2 months ago 7
গলের প্রথম টেস্টে নাটকীয়তা ছিল, কিন্তু পরিণতি এক সাদামাটা ড্র। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্টে নিজেদের সবটুকু ঢেলে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের লক্ষ্য দিয়েছিল তারা শ্রীলঙ্কাকে, কিন্তু সময় ছিল মাত্র ৩৭ ওভার। শেষ পর্যন্ত দিন শেষে লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচিয়ে নেয়। আর টাইগারদের মনে রয়ে যায় একটাই প্রশ্ন—ঘোষণাটা কি একটু আগেই করা যেত না? টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে তিনি টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে এক ম্যাচে দুই সেঞ্চুরির কীর্তি গড়লেন, আর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই কৃতিত্ব দ্বিতীয়বার করলেন শান্ত নিজেই। কিন্তু সেই কৃতিত্বের মধ্যেও প্রশ্ন থেকে গেছে, শান্তর শতক পূর্ণের জন্য বাংলাদেশ কি খুব ধীরে খেলেছে? কারণ বৃষ্টি বাধায় খেলা নষ্ট হওয়ার পর বাংলাদেশ আরও ১১ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা দেয়। এর মধ্যে শান্তর শতক পর্যন্ত যেতে বাংলাদেশের লেগেছে প্রায় ৫০ বল, সে সময় রান আসে মাত্র ১৯। এরপর মাত্র ১৬ বলে আসে ২৮ রান, যার মধ্যে ছিল শান্তর তিনটি ছক্কা। এই সময়েই স্পষ্ট হয়, উইকেট স্পিনারদের সাহায্য করছে। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম ও নাঈম হাসান এরপর দুর্দান্ত বোলিং করেন। তাইজুল নেন তিন উইকেট—এর মধ্যে ছিল বিদায়ী ম্যাথুস ও চণ্ডিমালকে ফিরিয়ে দেওয়া। নাঈম শিকার করেন প্রথম ইনিংসে ১৮৭ করা নিশাঙ্কাকে। তবে সেই সময় বাকি উইকেটগুলেঅ নেওয়ার জন্য সময় বেশি ছিল না। যদি আরেক সেশন হাতে থাকতো তাহলে স্পিন-বান্ধব উইকেটে হয়তো বাংলাদেশ জিততেও পারত। তবে এসবই বাংলাদেশের জন্য শুধুই যদি-এর হিসেব।
Read Entire Article