‘দেলুপি’র গানে শোনা গেল মান্নার কণ্ঠ

4 hours ago 3

মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘দেলুপি’। টিজারের পর আজ প্রকাশিত হলো ছবির প্রথম গান। সেখানেই শোনা গেছে প্রয়াত ঢালিউড তারকা মান্নার কণ্ঠ।

আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার ‘গোধূলিলগ্নে’ শিরোনামে দেলুপি ছবির প্রথম গান প্রকাশ করা হয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। দুই মিনিট ৪৭ সেকেন্ডের ওই গান সমন্বিত কণ্ঠে গেয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম ও তপেশ চক্রবর্তী। লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, সুর ও সংগীতায়োজন করেছেন তপেশ চক্রবর্তী।

শিগগিরই হলে মুক্তি পাবে ‘দেলুপি’। এই ছবির মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে চলচ্চিত্রকার মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। গত সপ্তাহে সিনেমার টিজার প্রকাশ করা হয়। টিজার ধারণা দেয় রাজনৈতিক বক্তব্য সম্বলিত একটি সিনেমা অপেক্ষা করছে দর্শকের জন্য।

‘দেলুপি’ শব্দটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে দেলুপি ছবির গল্প। তবে কেবল ওই অঞ্চলের নয়, একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মিলে যাবে সিনেমার গল্পটি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিনেমার শুটিং হয়েছে পাইকগাছায়, এমনকি অভিনয়শিল্পীরাও সেখানকার স্থানীয়।

নির্মাতা তাওকীর বলেন, ‘আমি সব সময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। “দেলুপি” মূলত সে চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।’

‘অদ-ভূত’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন তাওকীর। ছবিটির প্রযোজনা পূর্ববর্তী প্রস্তুতি চলছে। ছবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে সরকারের কাছ থেকে অনুদান পেয়েছেন নির্মাতা।

দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজে পড়া তাওকীরের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। স্কুলে পড়াকালে ২০০৯ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কঙ্কপুরাণ’ নির্মাণ করেন তিনি। এরপর একে একে ‘গ্যাস বেলুন’, ‘লামা’, ‘দ্য ইফনিট’, ‘গোল ও যোগ’, ‘সিনেমার নাম খুঁজছি’, ‘আয়না ও সর্বোচ্চ গতিসীমা’।

আরএমডি

Read Entire Article