দেশ ছেড়ে চলে যাবেন সালমান মুক্তাদির

3 months ago 9
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়— ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো।’ এই বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও, সালমান বলছেন— এটি আবেগ নয়, বরং বাস্তবতার নিরিখে নেওয়া একটি সিদ্ধান্ত। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির। সেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং দেশ নিয়ে ভাবনার কথা অকপটে তুলে ধরেন তিনি। সালমান বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।’ বাংলাদেশ প্রসঙ্গে এই ইউটিউবার বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ আমি এ দেশে থাকি। তবে যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন আমি আর দেশ নিয়ে কিছু বলব না।’ দেশ ছাড়ার বিষয়টি আবেগ নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ বলেই জানিয়েছেন সালমান। তার ভাষায়, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো—এটাই আমার নতুন পরিকল্পনা। আমি অনেক আগেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে, তখন আমি দেশ ছেড়ে বাইরে যাবো।’ তিনি আরও বলেন, ‘এখানে কোনো ইমোশনাল বিষয় নেই। বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, পরিবেশ, জীবনযাত্রার মান—সব কিছুই ভালো। আমার ছোটবেলা থেকেই বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল। আমি অবশ্যই যাব। যদি দেশের জন্য কিছু করার সুযোগ থাকে, সেখান থেকেও করব।’
Read Entire Article