দেশ টিভির আরিফকে ৩ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

6 days ago 10

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তাকে এ রিমান্ড নিতে আবেদন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আবু সাঈদ এ রিমান্ড আবেদন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। রিমান্ড আবেদনে আরিফ হাসানকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

এর শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

জেএ/বিএ/জেআইএম

Read Entire Article