‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন...’

1 month ago 8

গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’র সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে প্রতীকী সমাধি। সেখানে এপিটাফে (সমাধিলিপি) লেখা রয়েছে- ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন, সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে তিনি কিছুক্ষণ এ এপিটাফের সামনে অবস্থান করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’র নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/জেআইএম

Read Entire Article