দেশবাসীকে জরুরি বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

2 months ago 44

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানের জবাব ‘ইসরায়েলকে অনুতপ্ত করবে’। ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, তাদের জবাব বৈধ ও শক্তিশালী হবে। তিনি দেশবাসীকে অনুরোধ করেন, ইরানিরা যেন নেতৃত্বের ওপর আস্থা রাখে এবং ঐক্যবদ্ধ থাকে। খবর রয়টার্সের। 

এদিকে সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণ প্রদর্শন করে বিশ্বজুড়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সুইডেনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বলেছে যে, এই পদক্ষেপটি অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনস্যুলার পরিসেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বন্ধ করার তথ্য প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে অপর অভিযান চালিয়ে রাজধানী তেহরানে ও আশপাশের কয়েকটি স্থানে হামলা করে ইসরায়েল বিমানবাহিনী।
এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

Read Entire Article