দেশীয় অস্ত্র-সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়সহ যুবক আটক

2 months ago 10

নীলফামারীর সৈয়দপুরে দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর ইউনিফর্ম তৈরির কাপড়সহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

এরআগে সোমবার (১৬ জুন) দিনগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী হাজীপাড়া গ্রামে মোনাফ আলী সরকারের (মোনাফ ডাকাত) বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি জেলার সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

দেশীয় অস্ত্র-সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়সহ যুবক আটক

পুলিশ জানায়, যৌথবাহিনীর অভিযানে মোনাফ আলীর বাড়ি থেকে দুটি বড় সাইজের ছোরা, দুটি চাকু, সেনাবাহিনীর ইউনিফর্ম তৈরির আনুমানিক ১০ গজ কাপড়, একটি ল্যাপটপ, ১৩টি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন ফোন, ১০টি সিম, দুটি পাসপোর্ট ও ফাঁকা নন-জুডিসিয়াল ৯টি স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়। এছাড়া সোহেল রানার ব্যবহৃত লাইসেন্সবিহীন কালো রঙের সুজুকি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ওসি ফইম উদ্দিন বলেন, সেনাবাহিনী সোহেল রানা নামের এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস

Read Entire Article