দেশে আর কোনোদিন ফ্যাসিজম কায়েম হতে দেবো না: তুলি

2 months ago 8

গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বড় বোন ও মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, গুম কিংবা নিখোঁজ হয়ে যারা ফেরত আসেননি এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের হত্যার বিচার চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিচার কায়েম করে ছাড়বো। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিজম কায়েম হতে দেবো না।

তিনি বলেন, বিচার না করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা না করে আমরা মৃত্যুবরণও করবো না, ইনশাআল্লাহ। ওরা (আওয়ামী লীগের পুলিশ) বলেছিল না, একটাকে মারি, একটাই মরে, বাকিরা যায় না। আমরা যাবো না।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার তিনি এসব কথা বলেন।

সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লব বলি না। এখনো আমাদের মাঝে অনেকে ফেরত আসেনি। তাদের এখনো খুঁজে পাইনি। আমরা জানি, যখন ছোট ছোট শিশুরা, ভাবিরা, মায়েরা নিখোঁজ বা গুম হওয়া স্বজনদের ছবিগুলো বুকে ধারণ করে রাজপথে নেমেছিল, তখন থেকেই শেখ হাসিনার কফিনে পেরেক মারা শুরু হয়। অনেক বাধা অতিক্রম করে আজ এখানে আসতে হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা এবং আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের লোকজন, যাদের মদতে আয়নাঘরে আমাদের ভাইদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, নির্বিচারে টর্চার করা হয়েছে, এদের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মরবো না।

কেএইচ/এমকেআর/এএসএম

Read Entire Article