‘দেশে উন্নত চিকিৎসার সঙ্গে রেডিওলজির আধুনিকায়ন প্রয়োজন’

3 days ago 10

রেডিওলজি চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা যা বিভিন্ন জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী উন্নত চিকিৎসা পদ্ধতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এই খাতের আধুনিকায়নের প্রয়োজনীয়তা বেড়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ব রেডিওলজি দিবস উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারটির আয়োজন করে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সহপ্রতিষ্ঠান ‘মেডিক্স’।

ইবনে সিনার রেডিওলজি ও এমাজিং বিভাগের সহকারী অধ্যাপক এবং কনসালটেন্ট ডা. রাফায়েল মুরসালিন বলেন, রেডিওলজি চিকিৎসা জগতের একটি অত্যাবশ্যকীয় অংশ, যা অদৃশ্য রোগ নির্ণয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের প্রয়োজন উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যা রোগ নির্ণয় ও চিকিৎসার মানোন্নয়ন ঘটাবে।

মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান মেডিপ্যাকর ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনাইটেড গ্রুপের পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ বলেন, মেডিপ্যাক বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে দেশের চিকিৎসা খাতে অগ্রণী ভূমিকা পালন করছে। মেডিক্স তাদের উচ্চমানের সেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মেডিক্স চিকিৎসা পেশার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে রেডিওলজি নিয়ে ল্যাব টেকনিশিয়ান সাদ্দাম হোসেনের উপস্থাপনা, ডিএমএস ইমেজিংয়ের প্রকৌশলী কাদুরি কাদরির বক্তব্য এবং সেনসোরিয়া গ্লোবালের ইকুইটি পার্টনার জন রবার্ট ডেভিস জুনিয়রের বক্তব্য উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে।

এএএম/জেডএইচ/

Read Entire Article