দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, দেশব্যাপী চলমান শিতল আবহাওয়া শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।  সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তিনি বলেন, সোমবার রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশংকা করা যাচ্ছে। পলাশ বলেন, সোমবার দুপুর ২টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৬১টি জেলার ওপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বেশিভাগ জেলার ওপর দুপুর ৩টার আগে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বেশিভাগ জেলার উপরে আজ সূর্য দেখা যাবে না। মঙ্গলবার দেশের বেশিভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যা

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, দেশব্যাপী চলমান শিতল আবহাওয়া শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

তিনি বলেন, সোমবার রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশংকা করা যাচ্ছে।

পলাশ বলেন, সোমবার দুপুর ২টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৬১টি জেলার ওপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বেশিভাগ জেলার ওপর দুপুর ৩টার আগে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বেশিভাগ জেলার উপরে আজ সূর্য দেখা যাবে না। মঙ্গলবার দেশের বেশিভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 

এ সময় তিনি নৌযান চলাচলে বিশেষ সতর্কতা দিয়েছেন। সন্ধ্যার পর থেকে পুরো দেশের সব নদ-নদীর ওপর মাঝারি থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে সকল নৌপথের সকল নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনা নদীর ওপর ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। 

সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা

সন্ধ্যা ৭টার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের সড়ক ও মহাসড়কের ওপর দিয়ে চলাচল করা সব যানবানহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়-রংপুর-বগুড়া-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow