মামুন চৌধুরী দুইবার থাইল্যান্ড ভ্রমণ করেছেন। ব্যবসা এবং ব্যক্তিগত ভ্রমণেরকাজে তিনি সে দেশেগিয়েছিলেন বলে জানান। তবেসম্প্রতি তৃতীয়বার তার ভিসা আবেদনপ্রত্যাখ্যান করা হয়েছে। এতেতিনি বিস্ময় প্রকাশ করেছেন। ভিসা প্রত্যাখ্যানের কারণওতিনি জানেন না। শুধু থাইল্যান্ডনয়, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসাজটিলতা বেড়েছে। ভিসা আবেদন প্রত্যাখ্যানহওয়ার হারও বেড়ে গেছে।
বিদেশে নিয়মিত ভ্রমণ... বিস্তারিত