দেশে পৌঁছেছে পাকিস্তানে জরুরি অবতরণ করা সেই বিমান

2 months ago 18

পাকিস্তানে জরুরি অবতরণ করা ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা তথ্যটি নিশ্চিত করেছেন।

বিমানের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক বলেন, ‘ফ্লাইটটি বুধবার সকাল ৯টায় করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি প্রায় ৪ ঘণ্টা দেরিতে দুপুর ১টার দিকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।’

জানা যায়, বিমানটি জেদ্দা থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়লে বুধবার ভোর ৫টা ১৬ মিনিটে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সরাসরি চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল।

Read Entire Article