দেশে ফিরছেন হাজিরা, দুপুরে আসছে প্রথম ফ্লাইট

2 months ago 54

পবিত্র হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১০ জুন) দুপুর ২ টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করবে।

আশকোনার হজ অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা দিয়ে ৩৭৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

গত ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্য সহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট।

এবার হজে গিয়ে মোট ১৯ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ১৭ জন পুরুষ ও দুইজন নারী। মক্কায় ১১ জন, মদিনায় সাত জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে হজ পোর্টাল থেকে জানা গেছে।

আরএমএম/কেএসআর/জেআইএম

Read Entire Article