দেশের অনিষ্ট হয়, এমন কাজ করবেন না প্রধান উপদেষ্টা

3 months ago 57

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দিন দায়িত্বে আছেন, দেশের অনিষ্ট হয়, এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি যত দিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে, এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।’

‘আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবেম ঐকমত্য থাকতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, সেটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরধী অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার সুযোগ এসেছে।’

আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি দেশের ভেতরে বইরে তৈরি হয়েছে, যাতে আমরা এগোতে না পারি। যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার যাতে গোলামিতে ফেরত যাই।’

Read Entire Article