দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

1 month ago 8

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন নানা ব্যান্ড ও শিল্পীরা। দুপুর ২টা ৪০ মিনিটে গাইবেন সায়ান ও ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের গানে গানে মাতাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।

পারফর্ম করবে সোলস, ওয়ারফেজ, আর্টসেলের মতো ব্যান্ডগুলো।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। চলবে রাত ৮টা পর্যন্ত।

এমআই/এলআইএ/জিকেএস

Read Entire Article