দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের জন্য জলবায়ু সুবিচার দাবি

2 weeks ago 9

‘জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা চাই’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রায়। শনিবার (১৪ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্‌প এর উদ্যোগে কয়রা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং কমিউনিটি বেসড অর্গানাইজেশন (সিবিও) এর সদস্যরা, কয়রার সাধারণ জনগণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে উপস্থিত বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি এবং পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সংকটের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডর্‌প এর অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং অফিসার মো. আল জাবেদ সরকার। তিনি বলেন, সম্প্রতি কপ২৯ সম্মেলনে জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য জলবায়ু ক্ষয় ক্ষতি তহবিল প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এটি নিশ্চিত করা জরুরি যে এই তহবিল সঠিক সময় এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপকূলীয় ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছায়। 

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন যে, উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু সুবিচার নিশ্চিত করতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জোরালো করতে হবে। 

এক্সেস প্রকল্পের আওতায় ডর্‌প এবং হেল্ভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় এ মানববন্ধন আয়োজিত হয়। উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের কাছে দাবি জানাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। 
 

Read Entire Article