দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের বাইরে থেকে বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের অপচেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এমন কোনো তৎপরতা সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাইরে থেকে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কথা বলু

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের বাইরে থেকে বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের অপচেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এমন কোনো তৎপরতা সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাইরে থেকে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কথা বলুন।

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশে এসে পড়ছে। তবে সংগঠনটি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের যোগাযোগ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow