ভরা মৌসুমেও বাংলাদেশের বাজারে এবছর ইলিশের সরবারহ বেশ কম। বাজারে এবারের মতো ইলিশের সংকট নিকট অতীতে দেখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। নদীতে ও সাগরে জেলেদের জালে মিলছে না কাঙিক্ষত পরিমাণের ইলিশ। যা মিলছে তার বেশিরভাগই আকারে ছোট। বাজারে সেগুলোর দামও চাড়া। আর বড় আকারের যেগুলো ধরা পড়ছে সেগুলোর দাম তো প্রায় আকাশছোঁয়া।
এদিকে, ইলিশ রফতানির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু সরকার নির্ধারিত রফতানি... বিস্তারিত