দেশের মাটি-মানুষের প্রতি ওয়াদাই নতুন দল গঠনের মূল কারণ

5 hours ago 5

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, আমরা রাজনৈতিক দল গঠন করছি তার মূল কারণ হচ্ছে দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের ওয়াদা। দেশের মাটি ও মানুষের কথা বলার মতো রাজনৈতিক দল এ মুহূর্তে দেশের মাটিতে নেই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, বাংলাদেশে গত ৫৩ বছরে আমাদের বাইনারি রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না। হয় একটি না হয় অন্যটি। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের ইতিহাসে রক্তক্ষয়ী ঘটনার সমাপ্ত হয়েছে। জুলাই শহীদদের ত্যাগ আমাদের ওপর এ দায়িত্ব চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজবিরোধী সমাজ চান, দুর্নীতিবিরোধী সমাজ চান। দেশের খেটে খাওয়া মানুষের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন। ২৪ এর গণঅভ্যুত্থান সেই নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ করে দিয়েছে।

এনএস/এমএএইচ/এএসএম

Read Entire Article