দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই লক্ষ্য

2 days ago 10

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রত্যেকটি গুম খুন থেকে শুরু করে ১৭ বছর যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি খুনের বদলা আমরা নিতে চাই। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের শহীদ সিফাতের বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মাদারীপুরে আহত ও শহীদ ১৭ পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএনপি নেতা আনিসুর রহমান আরও বলেন, ‘বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো, অতি শিগগির নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য। সেই গণতান্ত্রিক সরকারই এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে, এটাই আমি আশা করি। যে সরকার নির্বিচারে গুম খুন, হত্যা করলো, আমরা সেই ফ্যাসিস্টদের দেশের মাটিতে বিচার করতে চাই, তাদের ফাঁসি চাই।’

এসময় কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্যসচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারীসহ অন্যরা।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

Read Entire Article