বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজবাড়ীর বিভিন্নস্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বৈরি আবহাওয়ার কারণে সকাল লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এখন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ফেরিও বন্ধ করে দেওয়া হয়েছে।