দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

4 months ago 72

উত্তাল পদ্মা শান্ত হওয়ায় দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৭টা থেকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ ও বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় সড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েন দৌলতদিয়া ঘাটে আসা ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চালকরা। এতে সড়কে প্রায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পরে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রাত সাড়ে ৭টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

তবে লঞ্চ চলাচলের বিষয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

রুবেলুর রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article