দেড় ঘণ্টার ‘ব্লকেড’ শেষে সড়ক ছাড়লেন শেকৃবি শিক্ষার্থীরা

1 day ago 6

কৃষিবিদদের তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে পূর্বঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে শুরু হওয়া ব্লকেড শেষ হয় দেড় ঘণ্টা পর দুপুর ১টার দিকে।

এর আগে ব্লকেড কর্মসূচির কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা সড়ক ছাড়লে ফের স্বাভাবিক হয় যান চলাচল।

দেড় ঘণ্টার ‘ব্লকেড’ শেষে সড়ক ছাড়লেন শেকৃবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—
১) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্য গবেষণাপ্রতিষ্ঠানগুলোর দশম গ্রেডের পোস্ট শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩) কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে গতকাল বুধবার রাতে এ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন শেকৃবি শিক্ষার্থীরা।

সাইদ আহম্মদ/এমকেআর/জিকেএস

Read Entire Article