দেড় বছর পর ওয়ানডেতে জাহানারা, আছে এক নতুন মুখ

2 months ago 34

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। আসন্ন এই সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি। দলে নতুন মুখ একজন, টপ অর্ডার ব্যাটার তাজ নেহার।

প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। দেশের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের মে মাসে, শ্রীলঙ্কা সফরে।

আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। পরে ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

এমএমআর/জেআইএম

Read Entire Article