বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে ভাবা লোকজন বোকার স্বর্গে আছেন। যতদিন দেশে জনগণের সরকার নির্বাচিত না হয়, অবাধ-গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না পাই ততদিন আমাদের আন্দোলন থামবে না।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পটুয়াখালির পুরাতন আদালত মাঠে জেলা বিএনপির কর্মীসভায় আব্দুল আউয়াল মিন্টু এ কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমরা আশা করি বিএনপি পারবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। মানুষের সব রকমের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা ও অধিকার ফিরিয়ে দিতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে আমাদের দায়িত্ব দলকে সুসংঘটিত করা।
তিনি বলেন, ১৮ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ ৬০ হাজার মামলা হয়েছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব স্নেহাংশু সরকার সঞ্চালনায় কর্মীসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান ও মাহবুবুল হক নান্নু উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম