দোহায় ইসরায়েলি হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

5 hours ago 3

দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে  কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকেই কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে।

আল থানি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি এলাকা যেখানে স্কুল ও কূটনৈতিক মিশন রয়েছে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেন, তারা ক্ষমতার অপব্যবহার করে সব সীমা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্রত্যুত্তরে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদেরই টার্গেট করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না— গাজা, তেহরান কিংবা দোহাতেও নয়।

ড্যানন আরও বলেন, ইসরায়েলের লড়াই কাতার বা গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং হামাসের বিরুদ্ধে। তিনি হামাসকে নিন্দা জানাতে ও দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান।

অন্যদিকে, জাতিসংঘে ইরাকের প্রতিনিধি লুকমান আল-ফাইলি ইসরায়েলের এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ উল্লেখ করে কড়া নিন্দা জানান। তিনি নিরাপত্তা পরিষদকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Read Entire Article