দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

2 hours ago 5

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে যানবাহনের চালক-যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

অন্যদিকে, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে সাতটা থেকে ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Read Entire Article