মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ২

2 hours ago 5

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কালিপুরা ঘাট এলাকার অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) ও একই এলাকার মো. বাবুল(৩৮)। আহত হন আবদুল হালীম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়ায় নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো.মাহাবুব আলম।

পুলিশ জানায়, অন্ধকার এবং কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। 

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে ওই দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ কারণে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্পিডবোট দুটি রাতে এখানে কী করছিল বা কোথা থেকে এসেছে বিস্তারিত জানা যায়নি।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Read Entire Article