দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

4 weeks ago 24
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে সোমবার (১০ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম কালবেলাকে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।
Read Entire Article