দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

2 weeks ago 13

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। ফলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭নং ফেরিঘাটের পন্টুন বন্ধ রয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। তবে নিয়ন্ত্রণ হারানো কার্ভাডভ্যান ট্রাক গাড়িটি উদ্ধারে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চালক ফিরোজ কালবেলাকে বলেন, আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেগেছে। আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। গাড়িটি সামনে যাওয়ার পর আমি ব্রেক থেকে পা উঠিয়ে সামনে যাই। একটু পরই ব্রেক আর কাজ করেনি। ফলে গাড়িটি পন্টুনে আটকে গেছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। গাড়িটি যেন নদীতে পড়ে না যায় এবং কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সে জন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তবে কোনো নিখোঁজ নেই। আমাদের উদ্ধার কাজের দায়িত্ব কর্মকর্তারা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান আছে।

Read Entire Article