দ্বন্দ্ব চরমে, এবার নয়নতারাকে ধানুশের আল্টিমেটাম

2 months ago 30

দক্ষিণ ভারতের দুই সুপারস্টার ধানুশ ও নয়নতারা। দুই তারকা জড়িয়েছেন বিবাদে। একটি তথ্যচিত্র নিয়ে মুখোমুখি লড়াইয়ে যুক্ত হলেন তারা। নয়নতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন ধানুশের। বিপরীতে ধানুশ কোনো মন্তব্য না করলেও আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন কড়া বার্তা।

নয়নতারাকে দিয়েছেন ২৪ ঘণ্টার আলটিমেটাম। নয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিনেত্রীর বিরুদ্ধে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

২৪ ঘণ্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুশের আইনজীবী। লিগ্যাল স্টেটমেন্টে বলা হয়েছে, ‘২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল থেকে নানুম রাউডি ধান সিনেমার বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না হলে আমার মক্কেল শুধু ১০ কোটি রুপির ক্ষতিপূরণ নয়, আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।’

নয়নতারার অভিনয়জীবন, মালয়ালম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও ‘লেডি সুপারস্টার’ হয়ে ওঠা, তার বিয়ে ও ব্যক্তিজীবন- সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এ তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুশ।

প্রায় এক দশক আগে ধানুশের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা। নাম ‘নানুম রাউডি ধান’। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন, সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুশের কাছে অনুমতি চান নয়নতারা।

অভিনেত্রীর অভিযোগ, দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। পরে নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার ৩ সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করেন। এতে চটে যান ধানুশ।

আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে।

ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ।

পরে ইনস্টাগ্রামে তিন পৃষ্ঠার একটি খোলাচিঠি লেখেন ধানুশের উদ্দেশে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন, ‘যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, তার অর্ধেকও আপনার মধ্যে নেই। যা বলেন, তা নিজে অনুশীলন করেন না।’

নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুশ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। হয়তো তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় ছিলেন। ১৮ নভেম্বর নেটফ্লিক্সে সেটি আসার পর নড়েচড়ে বসেছেন। এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে।

এলএ/জেআইএম

Read Entire Article