দ্বৈত নাগরিকত্বসহ হলফনামা সংক্রান্ত সব অভিযোগ আমলে নেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে কোনো প্রার্থী বৈধ হলেও হলফনামা সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বসহ হলফনামায় মিথ্যা তথ্য, তথ্য গোপন কিংবা হলফনামা জমা দিতে বাধা পাওয়ার মতো সব ধরনের অভিযোগই শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এমন আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনযনপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন। হলফনামায় মিথ্যা তথ্য কেউ দিয়েছে কিনা তা আপনারা খতিয়ে দেখবেন কি-না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হলফনামা যাচাই করেই তো সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরও কারো অভিযোগ থাকলে আবেদন দিতে পারবেন। যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন। শুনানি করে সিদ্ধান্ত হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নে

দ্বৈত নাগরিকত্বসহ হলফনামা সংক্রান্ত সব অভিযোগ আমলে নেবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে কোনো প্রার্থী বৈধ হলেও হলফনামা সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বসহ হলফনামায় মিথ্যা তথ্য, তথ্য গোপন কিংবা হলফনামা জমা দিতে বাধা পাওয়ার মতো সব ধরনের অভিযোগই শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এমন আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনযনপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন।

হলফনামায় মিথ্যা তথ্য কেউ দিয়েছে কিনা তা আপনারা খতিয়ে দেখবেন কি-না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হলফনামা যাচাই করেই তো সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরও কারো অভিযোগ থাকলে আবেদন দিতে পারবেন। যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন। শুনানি করে সিদ্ধান্ত হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নেবো। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সংক্ষুব্ধ হতে পারে। সকল অভিযোগই আমলে নেওয়া হবে। কেউ দ্বৈত নাগরিক হলে সে অভিযোগ আসবে বলেও প্রত্যাশা করেন সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর‌্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর‌্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow