নদী নিয়ে কাজের জন্য ‘দ্য ফ্রেন্ডস অব রিভার’-২০২৩ অ্যাওয়ার্ড পেয়েছেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ। বাগেরহাটের মোংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনে নদী রক্ষা এবং নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
সম্মেলনের সমাপনীতে বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই মন্তব্য করেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে।
সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ-প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায়, জলবায়ু অভিঘাত ও দুর্যোগে জেরবার, উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উঠে আসে দেশের ফুসফুসখ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ-প্রতিবেশ ও জীবন-জীবিকার বিরূপ প্রভাব।
সম্মেলন শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয়, দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা।
সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, আরডিআরসি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ ৭টি সংগঠন।
সম্মেলনে সভাপতিত্ব করেন রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম খাইরুল আনাম, পরিবেশ সাংবাদিক অতিথি সৌমিক আহমেদ, জাস্ট আরবানের কো-কনভেনর ড. ইফাদুল হক, বাপার পশুর রিভার ওয়াটার কিপার বিষয়ক যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম সুমন ও কর্ণফুলী সুরক্ষা পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম চৌধুরী।