দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন

2 hours ago 3

সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে যে সরকার গঠিত হয়েছে যার সবচেয়ে বড় অবদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের।

সুনামগঞ্জ, বিএনপি, নির্বাচনআরিফুল হক চৌধুরী, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন

আরিফুল হক বলেন, নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিলে দ্রব্যমূল্যসহ সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আর ফ্যাসিস্ট সরকাররে পেতাত্মারা এখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিফতা সিদ্দিকী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আব্দুল হক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

Read Entire Article