দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

2 months ago 9

রাজধানীর ডেমরা থানাধীন মীরপাড়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোহাম্মদ রোহান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় পিকআপভ্যানের চালক ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বোনের স্বামী মো. সোহেল জানান, রোহান মোটরসাইকেল চালিয়ে মীরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহান ডেমরার শুকুরা টেংরা এলাকার মো. শফিউদ্দিনের সন্তান। তারা তিন বোন ও এক ভাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article