ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যার কারণ জানালেন অপু বিশ্বাস

5 months ago 13

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার মুখ খুললেন নিজের অতীত জীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে বিয়ের পর ‘ধর্ম পরিবর্তন’ সংক্রান্ত বিষয়ে তিনি মিথ্যা বলতে বাধ্য হয়েছেন। শুধুমাত্র ক্যারিয়ার, সংসার আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি মিথ্যা বলেছিলেন বলে দাবি করেন তিনি।

২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। প্রায় এক দশক সেই খবর গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে লাইভে এসে বিয়ের তথ্য প্রকাশ করেন তিনি। সেই লাইভে অপু বলেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু সেটা ছিল মিথ্যা।

অপু বিশ্বাস বলেন, ‘বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। সেটা করেছি কিছু বাস্তব কারণের জন্য। ক্যারিয়ার বাঁচানোর জন্য, সংসার রক্ষার জন্য, আর সবচেয়ে বড় কথা, সন্তানের জন্য।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার মুখ খুললেন নিজের অতীত জীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে

তিনি আরও বলেন, ‘আমি শাকিবকে বিয়ে করেছি, সে একজন মুসলিম। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। অনেক শোতে আমরা একে অন্যকে বিয়ের কথা জিজ্ঞেস করতাম অথচ আমরা তখন রানিং স্বামী-স্ত্রী। রাতে বাসায় গিয়ে রান্না করতাম, খাওয়াতাম।’

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মানুষ ধরে নিয়েছিল যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও হয়তো ইসলাম গ্রহণ করেছি। কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্মান্তরিত হইনি। ইসলাম ধর্ম গ্রহণ করার যে আনুষ্ঠানিকতা থাকে, তার কিছুই তখন করা হয়নি। ফলে আমি হিন্দুই থেকে গেছি।’

অপু বিশ্বাস জানান, অনেক দিন নিজের পরিচয় নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য বলার প্রয়োজন অনুভব করেছেন। ‘আমি একসময় চিন্তা করতাম, যদি আমার মৃত্যু হয়, তাহলে মানুষ কী করবে? আমাকে আগুনে দেবে, না মাটিতে দেবে? তখন তো সবাই দ্বিধায় পড়ে যাবে। তাই সত্যটা বলা জরুরি হয়ে পড়েছিল’ - যোগ করেন তিনি।

এলআইএ/জেআইএম

Read Entire Article