ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশন সাপোর্টে অভিনেতা
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
সপ্তাহখানেক আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বেশ কিছুদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখার পর সোমবার (১০ নভেম্বর) সকালে তার অবস্থার আরও অবনতি ঘটে। বর্ষীয়ান এই অভিনেতার বয়স বিবেচনায় রেখেই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এদিন সকাল থেকেই পরিবারের সদস্যদের বারবার হাসপাতালে যাতায়াত করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে একাধিকবার ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবর সামনে এলেও পরিবারের পক্ষ থেকে সেটিকে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ’ বলে জানানো হয়েছিল। চলতি বছরে তার চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সেসময় তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমি একদম ভালো আছি।’
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী হেমামালিনী বিমানবন্দরে পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, অভিনেতা ভালো আছেন এবং তিনি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানান। তবে এর মাত্র এক সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্রর স্বাস্থ্যের এমন অবনতির খবরে উদ্বিগ্ন বলিউড।

2 hours ago
4









English (US) ·