ধর্ষকদের বিচার দাবিতে তাঁতীবাজার মোড় অবরোধ জবি শিক্ষার্থীদের

6 hours ago 6

দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল নিয়ে বের হয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করেন। রাত সাড়ে ৮টায় তারা কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন

এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার বোনের কান্না, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাস ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মিছিলে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, ধর্ষণের বিচার অতীতে ঠিকভাবে হয়নি বলেই এখনো ধর্ষকরা এসব ঘটনা ঘটানোর সাহস পায়। সরকার যদি সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে তবে এসব অপকর্ম বন্ধ হবে।

আরও পড়ুন

‘বর্তমান সরকারকে জনগণের কথা ভাবতে হবে। ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে’- বলেন এ শিক্ষার্থী।

আরএএস/এমকেআর/জেআইএম

Read Entire Article