ধানমন্ডি ৩২ এ নারিকেল নিয়ে কাড়াকাড়ি

2 hours ago 4

কিছু সময় বিরতি দিয়ে সকাল থেকে ফের ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

এদিন সকাল ৮টা ৪০ এর দিকে ছাত্র-জনতা বাড়ির আঙিনায় থাকা একটি নারিকেল গাছ ভেঙে দেয়। এ সময় উৎসুক জনতাকে ওই গাছের ডাব ও নারিকেল নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায়। 

এ সময় অনেকে তাৎক্ষণিক নারিকেল ভেঙে খাওয়া শুরু করেন। তখন নারিকেলের পানি পানের পর এটির স্বাদ নিয়ে কথা বলেন। অনেকেই আবার ভাঙা নারিকেলের মধ্যে পানি না পেয়ে হতাশা ব্যক্ত করেন। কেউ আবার অভিযোগ করেন, নারিকেল মিষ্টি না। 

পরে বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তারা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রথমে এক পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তাকে ঘিরে ধরে উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তাকে মারধরও করেন অনেকে। তাৎক্ষণিক উপস্থিত অনেকেই পুরুষটিকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করেন। পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিয়ে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

এর পর এক নারীও সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেন। আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

Read Entire Article