যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী গ্রেপ্তার

3 hours ago 4

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। এ ছাড়া তিনি পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মহিলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তখন তাকে বাড়িতে পাওয়া যায় না। পরের দিন তার স্বামী অহিদুর রহমানকে (৪৫) ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

তবে মৌসুমীর সন্ধানে থাকে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ডিবি পুলিশ রাজশাহী থেকে মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হতে পারে। তখন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Read Entire Article