ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

3 hours ago 4
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ-সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নির্দেশনায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গড়তে ন্যাশনাল পিপলস যুব পার্টি দায়িত্বশীল ভূমিকায় সদা সজাগ রয়েছে, ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দেশের প্রতিটি রাজনৈতিক দলকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ন্যাশনাল পিপলস যুব পার্টির এই আহ্বায়ক বলেন, দেশের বিদ্যালয়গুলোতে খুব দ্রুত পুস্তক বিতরণ কার্যক্রম সম্পন্ন করুন; তাতে আমাদের কোমলমতি শিশু-কিশোররা ইনশাআল্লাহ মাদকের ভয়ানক থাবা থেকে বেঁচে যাবে। পরে তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. আলাউদ্দিন আহমেদ, মো. আল আমিন তালুকদার, মো. মোশারফ হোসেন, মো. শান্ত প্রমুখ।
Read Entire Article