আগে কখনই যা হয়নি, ঘুরিয়ে বললে ঢাকার ক্লাব ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে যা কখনই দেখা যায়নি, এবার প্রিমিয়ার লিগের শুরুতে তাই ঘটেছে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব ছাড়া বাকি ১১ দলই দুই রাউন্ড না যেতেই হেরে বসে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবই ছিল একমাত্র দল, যারা টানা ২ ম্যাচ জিতেছিল। কিন্তু আজ সোমবার জয়ের ধারা থেকে ছিটকে গেল মোহাম্মদ আশরাফুলের শিষ্যরা।
বিকেএসপি ৪ নম্বর মাঠে ধানমন্ডিকে মাটিতে নামিয়ে আনলো এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভর গাজী গ্রুপ ক্রিকেটার্স। ধানমন্ডি ক্লাবকে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সমান তিন খেলায় দ্বিতীয় জয় তুলে নিলো তারা।
অধিনায়ক এনামুল হক বিজয়, অভিজ্ঞ শামসুর রহমান শুভ, স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব, তোফায়েল ও সাকলাইনরা মিলে প্রথম সেশনে ২৯৮ (৭ উইকেটে) রানের বড়সড় পুঁজি গড়ে গাজী গ্রুপকে শক্ত ভিত গড়ে দেন।
সাকেদুর (৩০) আর এনামুল হক বিজয় ( ৯৪ বলে ৬৯) প্রথম উইকেটে ৮৩ রান তুলে দেন গাজী গ্রুপকে। এরপর শামসুর রহমান শুভ আর আমিনুল বিপ্লব চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে আরও এগিয়ে দেন।
গাজী ব্যাটারদের উত্তাল উইলোবাজিতে সবচেয়ে বেশি মার খেয়েছেন অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি। তার ১০ ওভারে উঠে ৭৬ রান।
২৯৯ রানের বিশাল লক্ষ্যের পিছু ধেয়ে শুরুতেই পেছনের পায়ে চলে যায় ধানমন্ডি। আশিকুর রহমান শিবলী ০, হাবিবুর রহমান সোহান ৮, ফজলে রাব্বি ১০, ইয়াসির আলী রাব্বি ১৮; প্রথম ৪ জন মিলে করেন মাত্র ৩৬। সেখানেই ম্যাচ হেরে যায় ধানমন্ডি। বিপদের কাণ্ডারি নুরুল হাসান সোহানও ৩৩ রানে আউট হন। তাতেই মুখ থুবড়ে পড়ে ধানমন্ডি। মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৯৮/৭ (সাদেকুর ৩৫, এনামুল হক বিজয় ৬৯, শামসুর রহমান শুভ ৬০, আমিনুল বিপ্লব ৪৪, তোফায়েল ৪৪*, আব্দুল গাফফার সাকলাইন ৩৩*; সানজামুল ৪/৫১, কামরুল ইসলাম রাব্বি ২/৭৬, মইন খান ১/৫৩)।
ধানমন্ডি ক্লাব: ৩২.৪ ওভারে ১২৩/১০ (আশিকুর রহমান শিবলী ০, হাবিবুর রহমান সোহান ৮, ফজলে রাব্বি ১০, ইয়াসির আলী রাব্বি ১৮, নুরুল হাসান সোহান ৩৩, মইন খান ২৪; ওয়াসি সিদ্দিকী ৩/২৯, আরিদুল আকাশ ২/২৭, আব্দুল গাফফার ২/৮, তোফায়েল ১/৫, আবু হাশিম ১/২৪)।
ফল: গাজী গ্রুপ ১৭৫ রানে জয়ী।
এআরবি/এমএমআর/জেআইএম