ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ড. ফরহাদের ভ্যান মিছিল

1 week ago 12

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল এক ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় এনপিপির শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকা থেকে প্রায় ৩ শতাধিক ভ্যানের একটি বিশাল মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় সি এন্ড বি চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

বিশাল এই ভ্যান মিছিলের নেতৃত্ব দেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহ বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপির শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলাম, এনপিপি মহিলা নেত্রী ববিতা খানম, হিরা খানম, দিশাসহ প্রমুখ।

ভ্যান মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী। আমি আশা করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে কাজ করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই ভ্যান মিছিল। সকলে আমার জন্য দোয়া করবেন।

Read Entire Article