ধামরাইয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

1 month ago 29

ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় আড়াই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিলে অবরোধ ছেড়ে দেন তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান, গতকাল বুধবার রাতে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আজ সকালে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৩ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, হেল্পার ও কোয়ালিটি সেকশন শ্রমিকদের জন্য কোনো গাড়ি বরাদ্দ দেওয়া হয়নি। তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে কারখানায় যাতায়াত করতে হয়। আমাদের সবার জন্য গাড়ি ব্যবস্থা করতে হবে।

আরেক শ্রমিক বলেন, যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা এ সকল দাবিতে আন্দোলন করছি।

ধামরাই থানার এসআই মো. মকবুলুর রহমান কালবেলাকে বলেন, শ্রমিকেরা তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে আড়াই ঘণ্টা পর সড়ক থেকে সড়ে যায়।

গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা আমরা গতকালই করেছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলাপ করে গাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিব।

Read Entire Article