ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

3 months ago 32
ঢাকার ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের আইঙ্গন এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫শ চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। নাজমুল হাসান অভি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের ১০টি ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম গাছের চারা বেশি রোপণ করা হচ্ছে। কেননা নিম গাছ বিরূপ আবহাওয়ার প্রতিরোধে সহায়ক। পর্যায়ক্রমে ধামরাই পৌর এলাকায় ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। এ ছাড়া ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নেও চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।
Read Entire Article