সাভারের হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

5 hours ago 2
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার জেলা সাভার থানাধীন এলাকায় তুহিন আহমেদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালত এই আদেশ দেন।  গত ১ ফেব্রুয়ারি ভিকটিম তুহিন আহমেদ হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির রোববার (১৪ সেপ্টেম্বর) তারিখ ধার্য করেন আদালত। শুনানিকালে আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম এতথ্য নিশ্চিত করেন।  মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানাধীন বাসস্ট্যান্ডের আর.এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার ওপর তুহিন আহমেদ আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় আসামিদের আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলিতে তুহিন আহমেদের পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরবর্তী সময়ে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।  
Read Entire Article